ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. Cleaning
  2. Cleanup
  3. Licenses
  4. Overrides
  5. Patchers
  6. Replacers
  7. Reset
  8. Western
  9. অপরাধ
  10. অর্থনীতি ডেস্ক
  11. আন্তর্জাতিক
  12. ইতিহাস
  13. খেলা
  14. চাকরি
  15. জাতীয়

পল্টন পুলিশ কোয়ার্টার্সের দেয়ালজুড়ে লেখা ছিল তাহসান…

admin
ডিসেম্বর ৭, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংগীতশিল্পী তাহসান খান সম্প্রতি সংগীতাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে তাঁর ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এই বিদায় মেনে নিতে পারছেন না। কেউ জানাচ্ছেন প্রিয় তারকাকে শুভেচ্ছা। তাহসানের সংগীতজীবন থেকে বিদায়ে ফেসবুক প্রতিক্রিয়ায় অভিমানী হয়ে ধরা দিলেন অভিনেত্রী প্রসূন আজাদ।

প্রিয় তারকার কথা স্মরণ করে শৈশবে ফিরেছেন প্রসূন। তিনি লিখেছেন, ‘আমি বহু আগে থেকে আপনার ভক্ত। এই জমানার ফ‍্যান নই। যে সময়ে টিফিনের টাকা জমিয়ে রাখতাম আপনার অফবিট ক্যাসেট, সিডিটা কিনব বলে, আমি সেই সময়ের ফ্যান। যার স্কুল ব‍্যাগের সাদা মার্কারে লেখা থাকত “তাহসান‍ প্লাস প্রসূন”। আমি আপনার তেমন একজন ভক্ত।’

প্রিয় তারকার জন্য ভক্তরা কত পাগলামি করে থাকেন। প্রসূনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। তিনি লিখেছেন, ‘পল্টন পুলিশ কোয়ার্টার্সের দেয়ালজুড়ে লেখা ছিল তাহসান। শত হাজার বিচার সালিস সহ্য করে লেখাগুলো মুছতে দিইনি আমি। আমি আপনার সেই ফ‍্যান। এসব কী পাগলামি করছি, এমন কথা তখন নিত্য শুনতে হতো।’

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।